রাজধানীর শ্যামপুরে ডাকাতি : দম্পতি ছুরিকাঘাত, মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ৭:১৭:৪৭,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর শ্যামপুরে ৩৬/১ ফরিদাবাদ হরিচরণ রায় রোডের বাড়িতে বুধবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ওই বাড়ির দম্পতিকে ছুরিকাঘাত করে লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে যায়। আহতাবস্থায় হারুন-আর-রশিদ ও তার স্ত্রী সেলিনা আক্তার ডলিকে (৩৫) ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হারুন-আর-রশিদের অবস্থা আশঙ্কাজনক।
আহত সেলিনা আক্তার ডলি জানান, রাত আড়াইটা তিনটার দিকে ৪/৫ জন ডাকাত ঘরের দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তারা বিষয়টি টের পেয়ে চিৎকার করতে চাইলে দুর্বৃত্তরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তার স্বামী হারুন বাধা দিলে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা তার স্বামীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। স্বামীর এ অবস্থা দেখে বাঁচাতে সেলিনা এগিয়ে গেলে ডাকাতরা তাকেও ছুরিকাঘাত করে। এতে সেলিনার বাম হাতে জখম হয়। এরপর ডাকাতরা ঘরের আলমারি খুলে নদগ এক লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইলসেটসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
শ্যামপুর থানার ওসি নূরে আজম মিয়া জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে।