রাজধানীর মিরপুর ঝুটপট্টিতে অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:৪৩,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর মিরপুরের ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। বুধবার দুপুর ২টার দিকে মিরপুর ১ নম্বর গোলচত্বর সংলগ্ন ঝুটপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর পৌনে ২টার দিকে স্থানীয় লোকজন আগুন লাগার খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ওইখানে পৌঁছায়, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।
অগ্নিকাণ্ডের উৎপত্তির কারণ জানা যায়নি। তবে ঝুটপট্টির নিরাপত্তাকর্মী মুজিবুর রহমান জানিয়েছেন, ঝুটপট্টির পশ্চিম দিক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তাকর্মী মুজিবুর রহমান আরও বলেন, ওইখানে ২০০টির ওপরে দোকান রয়েছে। এরমধ্যে ১২০টি দোকান এখন পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে। আর আগুনের সূত্রপাত হয়েছে পশ্চিম দিক থেকে।
তিনি বলেন, দুপুরের সময় হওয়ায় সবাই দোকান বন্ধ করে, খাবার খেতে ওই পশ্চিম দিকেই যায়। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দিকে যেতে পারেনি।