রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, দগ্ধ ১
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:২৪,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর ফার্মগেটে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়েছেন অমূল্য বর্মন(৪৫) নামে এক রিকশাচালক।সকাল সাড়ে ৭টার দিকে ফার্মগেট মহিলা কলেজের সামনে গাবতলীগামী ৮ নম্বর বাসে পেট্রোলবোমা ছুড়লে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অমূল্য বর্মন পঞ্চগড়ের প্রসুন বর্মনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন এবং সেখানে রিকশা চালাতেন।জানা গেছে, গ্রামের বাড়ি যাবার উদ্দেশ্যে গাবতলীগামী ৮ নম্বর বাসে ওঠেন অমূল্য বর্মন সহ সাথের আরো ৫ রিকশাচালক। বাসটি ফার্মগেটের মহিলা কলেজের সামনে আসলে তাতে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় অমূল্য বর্মনের মুখ ও দুই হাত অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে তেজগাঁও থানার এএসআই খুরশেদ আলম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসেন।চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে অমূল্য বর্মনের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।