রাজধানীর ডেমরায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রকাশিত হয়েছে : ৪:৫৯:০৭,অপরাহ্ন ২২ মার্চ ২০২৪
মো.আবদুল্লা আল আমীন:: রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গুদামের আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। রাত পৌনে ১২টায় তাদের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানা যায়নি এখনও।