রাজধানীর ‘চাকা’ অচল, বিপাকে নগরবাসী
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৫৬,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানীতে। সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের গণপরিবহন চলাচল। এতে রাস্তায় বের হয়েই ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ১০ টাকার ভাড়া ৫০ টাকা ও ১০০ টাকার ভাড়া ২০০ টাকা দিয়েও যেতে হচ্ছে অফিস কিংবা জরুরি গন্তব্যে। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির ভর্তুক্তি দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
রাজধানীর গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, মতিঝিলসহ বেশকিছু জায়গা ঘুরে দেখা গেছে, সকাল থেকে এসব রুটে বিআরটিসির দুটো একটা বাস ছাড়া তেমন কোনো গণপরিবহন বের হয়নি। অন্যদিকে, যে দু একটা বাস দেখা যাচ্ছে তাতে জনগণ আতঙ্কেও উঠতে চাইছে না। রাস্তায় আছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। তবে এসব যানে ভাড়া কয়েকগুণ বেশি।
ভুক্তভোগীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে ১০ টাকার ভাড়া ৫০ টাকা দিয়েও যেতে পারছেন না অফিস কিংবা জরুরি গন্তব্যে। ফলে বাধ্য হয়েই মাইলের পর মাইল পথ হাটতে হচ্ছে তাদের।
মিরপুর ১০ থেকে পল্টন আসতে ভোগান্তির শিকার আসিফ করিম বলেন, রাস্তায় কোনো ধরনের যানবাহন নেই। দুই-একটি রিকশা থাকলেও ভাড়া কয়েকগুণ বেশি। তাই বাধ্য হয়েই অনেক টাকার ভতুক্তি দিয়ে আজ অফিস যেতে হচ্ছে।
গাড়ি না চালানোর বিষয়ে মিরপুরের ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আব্দুল হক বলেন, দুই প্রধান রাজনৈতিক দলের সমাবেশ থাকায় সহিংসতার আশংকা রয়েছে। তিনি বলেন, নিরাপত্ত্বার শঙ্কা ও সার্বিক পরিস্থিতির কারণে ঢাকার সব বাস মালিক সমিতি বাস চালানো বন্ধ রেখেছে।
এদিকে রোববারের মতো আজও ঢাকার সঙ্গে বিভিন্ন জেলায় বাস যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে অনেকেই ঢাকায় আসতে পারছেন না। আবার প্রয়োজনীয় কাজ সারতে ঢাকায় এসে আটকা পড়েছেন অনেকে।