রাজধানীর কদমতলীতে ট্রাক উল্টে ২ জন নিহত, আহত ৪
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৫৯,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর কদমতলীর শ্যামপুরে ইটভাঙা ট্রাক উল্টে মহিলাসহ ২জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন।
শুক্রবার সকালে শ্যামপুরের জিয়া স্মরণীর শহীদ মুস্তাক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোছা. হনুফা বেগম(৩৬) এবং নজরুল ইসলাম। দুজন শ্যামপুরের ১ নম্বর রোডে লালমসজিদ এলাকার একটি বস্তিতে বসবাস করতেন।
নিহত হনুফা ইউসুফ আলীর স্ত্রী। আর নজরুল ইসলাম গাইবান্ধার ইয়াদ মন্ডলের ছেলে।
জানা গেছে, সকালে তারা সবাই ইটভাঙার ট্রাকে করে কাজে যাচ্ছিলেন। একপর্যায়ে ট্রাকটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কদমতলী থানার এসআই আব্দুল মান্নান সকাল পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।