রাজধানীতে হুজি নেতা আটক
প্রকাশিত হয়েছে : ১১:৪১:২০,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৪
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাইদুর রহমান জানান, মঙ্গলবার রাতে সায়েদাবাদ এলাকা থেকে মো. ইব্রাহিম (৪০) নামে ওই জঙ্গি সদস্যকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর (পূর্ব) বলেন, ইব্রাহিম হুজির অপরাশেন শাখার প্রধান। সম্প্রতি তিনি দেশের বাইরে থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছেন।
সংবাদ সম্মেলন করে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।