রাজধানীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ৮:২৪:২৬,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীতে সভা-সমাবেশের ওপর করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম আজ সোমবার সকাল ৯টা থেকে এ প্রত্যাহার আদেশ দেন। আদেশে ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের মিছিল, সভা-সমাবেশ ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির ডিসি (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, রাজধানীতে সভা-সমাবেশের ওপর আর নিষেধাজ্ঞা নেই। ১৪ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। ৫ জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনায় ঢাকা মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ।
প্রসঙ্গত ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৪ জানুয়ারি বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা-সমাবেশ, মিছিল ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।