রাজধানীতে শতাধিক হাতবোমাসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ৫:১৩:৪৬,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর মহাখালীর একটি বাসা থেকে শতাধিক হাতবোমাসহ ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ সকালে মহাখালীর টিবি গেইট এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বনানী থানার ওসি ভুঁইয়া মাহবুব হোসেন জানান।
গ্রেপ্তারদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- শিবিরের বনানী থানার সভাপতি মোস্তাফিজুর রহমান।
ওসি মাহবুব বলেন, ভোর ৪টার দিকে টিবি গেইট এলাকার একটি ভবনের তৃতীয় তলা অভিযান চালিয়ে শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
ওই বাসা থেকে ১৩০টি হাতবোমার পাশাপাশি দুই লিটার পেট্রোল উদ্ধার করা হয়, যা পেট্রোল বোমা হিসেবে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়েছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া বোমা তৈরির সরঞ্জাম গান পাউডার এক কেজি, ১০ কেজি পাথরের নুড়ি ও তিন কেজি তারকাঁটা উদ্ধার করা হয় বলে ওসি মাহবুব জানান।