রাজধানীতে পৃথক ঘটনায় ৪ জনের অপমৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৩৯,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীতে পৃথক পৃথক ঘটনায় ৪ জনের অপমৃত্যু হয়েছে। তাদের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর মৌচাক মোড়ে ফাল্গুনি ও মালঞ্চ পরিবহনের দুই গাড়ীর মাঝে চাপা পড়ের মো. কাঞ্চন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার পিতার নাম হোসেন মাস্টার। তিনি রামপুরার বনশ্রীর ডি ব্লকের ৫ নম্বর সড়কের একটি বাড়ীতে বসবাস করতেন।
মুগদা থানা এলাকায় ভবন থেকে নিচে পড়ে মারা গেছে শাহীনুর আক্তার (৩৬) নামের এক নারী। সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ মুগদার ৮৬/৭ নম্বর বাড়ীর চতুর্থ তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তার স্বামীর নাম সাজ্জাদ কাদির। ওই বাড়ীতেই তিনি স্বপরিবারে বাস করেন।
মিরপুর এলাকায় গাড়ীর চাপায় মারা গেছে অজ্ঞাত (২৫) এক যুবক। রবিবার সকালে মিরপুর থানার এসআই মোক্তারুজ্জামান তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মিরপুরের রাজীব হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে মমিন (১৪) নামের এক হোটেল কর্মচারী। শনিবার গভীর রাতে সে ওই হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ১৫ দিন পূর্বে ওই হোটেলের কাজে যোগ দিয়েছিলো।
তার পিতার নাম তোতা মিয়া। তার গ্রামের বাড়ী ভোলা জেলার লালমোহন উপজেলার চরতিতিয়া গ্রামে। সে ৩ ভাই ২ বোনের মধ্যে তৃতীয়।