রাজধানীতে তিন গাড়িতে আগুন
প্রকাশিত হয়েছে : ৯:৪০:০০,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজশাহী, নাটোর এবং চাপাইনওয়াবগঞ্জে বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা কর্মী হত্যা, ২০ দলয়ি জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে বিএনপির লাগাতার অবরোধের প্রথম দিনে মঙ্গলবার রাজধানীতে তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পৃথক এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে সাভার পরিবহনের একটি বাসে প্রথমে আগুন দেওয়া হয়। এর মিনিট পনেরোর মাথায় মতিঝিলে রাজউক ভবনের সামনে বিআরটিসির একটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, তাঁতীবাজারে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শামীম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সাভার-গুলিস্তান-সদরঘাট রুটের বাসটি তাঁতীবাজারে পৌঁছানোর পর ওই এলাকায় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বাসটির পিছনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।
যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি বলে বাসের চালক মাসুম জানিয়েছেন। তিনি বলেন, বাস নিয়ে গুলিস্তান আসার সময় বেশী হলে ১০ জন যাত্রী ছিলেন। গুলিস্তানে আর পাঁচ থেকে ছয় জন যুবক ওঠে। বাস নিয়ে তিনি “তাঁতীবাজারে পৌছামাত্র ওই যুবকরা বাস থামাতে বলে। বাসটি থামানো মাত্র যুবকরা নেমে যাওয়ার পর বাসে আগুন জ্বলতে দেখা যায়।
এরপর দুপুর ২টা ৫ মিনিটে মতিঝিলে রাজউক ভবনের সামনে বিআরটিসির একটি বাস এবং একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও প্রাইভেট কারে আগুন দিয়েই দুর্র্বত্তরা পালিয়েছে। সকালে যাত্রাবাড়ীতে পুলিশ ও আনসার বহনকারী একটি লেগুনায় পেট্রাল বোমা হামলা চালানো হয়। এত একজন আনসার সদস্য মারাতœকভাবে দগ্ধ হন।