রাজধানীতে গৃহপরিচারিকার লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৭:১৫:২০,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি থেকে চম্পা (৩৫) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গার্ডেন সিটির ৪ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, চম্পা কর্ণফুলী গার্ডেন সিটির ২০ তলায় মিজানুর রহমানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।
গৃহকর্তা মিজানুর রহমানের বরাত দিয়ে এসআই নজরুল জানান, বুধবার দিবাগত রাত ১০টায় চম্পাকে বাসায় রেখে বাহিরে তালা দিয়ে মিজানুর রহমান তার স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে বাহিরে চলে যান। ১২টায় বাসায় এসে দেখেন জানালা ভাঙা এবং চম্পা বাসায় নেই। পরে তারা খোঁজ নিয়ে দেখেন চম্পা কিছু টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাসা থেকে জানালা দিয়ে পালানোর সময় সে চারতলায় পড়ে মারা যায়।
এসআই বলেন, গৃহকর্তা মিজানুর রহমান রাতে থানায় ফোন করলে আমরা ঘটনাস্থলে দিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়ে দেই।
নিহত চম্পার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তার স্বামীর নাম হযরত আলী। তিনি বেশ কিছুদিন ধরে ওই বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন।