রাজধানীতে আনসারুল্লা বাংলাটিমের ২ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ৬:৪০:২৭,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর যাত্রাবাড়ী থেকে আনসারুল্লা বাংলাটিমের ২ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ড্রোন বা কোয়াড হেলিকপ্টার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকদের নাম- রাজু (২৫) ও মোহন (২৫)।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ছানোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আনসারুল্লার ওই দুই সদস্য ড্রোন তৈরির সরঞ্জাম সংরক্ষণ করছে।
গোয়েন্দা হেফাজতে রেখে বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।