রাজধানীতে অস্ত্রসহ আটক ১০
প্রকাশিত হয়েছে : ৭:০৬:৪৬,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর মুগদা ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাইদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ মুগদা ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়। আটকৃতদের নাম এখনো জানা যায়নি।
এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।