রমজান মাসের প্রকৃত শিক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব
প্রকাশিত হয়েছে : ৭:১৫:২৭,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৪
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান খান বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাস। এই মাস আমাদের মাঝে রহমত, বরকত ও মাগফিরাতের বাণী নিয়ে আসে। এই মাসের ফযীলত অনেক। অতীতের সমস্ত পাপ মোচনের সময় এ মাসেই। আমাদেরকে পবিত্র রমজান মাসের প্রকৃত শিক্ষা লাভ করতে হবে। তবেই আমরা একটি আদর্শ সমাজ গঠন করতে পারব। বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট সদর উপজেলা উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজারস্থ দি এইডেড হাই স্কুলে অনুষ্ঠিত এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি এ.এইচ.এম ইসরাইল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথ পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আহমদ আলী ও সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল-আমিন জামেয়া ইসলামিয়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুস শাকুর, পশ্চিম সদর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফ উদ্দিন মামুন, রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল খালিক, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী শামসুদ্দিন আহমদ, বøু-বার্ড স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এস.এন ব্রজেন্দ্র চন্দ্র দাশ, দি এইডেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি পুরকায়স্থ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন, রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.কে আহাদ চৌধুরী, সাহেবের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোঃ মকবিবর আলী, রসময় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজমত আলী, দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল কাহার, দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক ফয়সল আহমদ। সভায় দোয়া পরিচালনা করেন দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা আলাউদ্দিন।
বক্তারা বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকরাই পারেন একজন ছাত্রকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। শিক্ষকদের উচিত নিঃস্বার্থভাবে ছাত্রদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। তবেই জাতি এক যোগ্য নেতা পাবে।