‘রমজানে কোন মৃত্যুদণ্ড কার্যকর করবে না পাকিস্তান’
প্রকাশিত হয়েছে : ১১:২৭:১৯,অপরাহ্ন ১৫ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
রোববার পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন রমজানে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করবে না পাকিস্তান। এরই মধ্যে সিন্ধু প্রদেশের একটি কারাগারের একজনের মৃত্যুদণ্ড সাময়িক স্থগিত করা হয়েছে। তবে পাঞ্জাব প্রদেশের কারাকর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনা না পাওয়ায় তারা মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
২০০৪ সালে সাত বছরের এক শিশুকে হত্যার দায়ে সাফকাত হোসাইন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু তার পরিবার ও আইনজীবীদের দাবি, ওই ঘটনার সময় সাফকাতের বয়স ১৮ বছরের কম ছিল। তাই তার মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়। তিনি বর্তমানে সিন্ধু প্রদেশের একটি কারাগারে বন্দী রয়েছেন।
সাফকাতের আইনজীবীরা এরই মধ্যে তার বয়স নির্ধারণের জন্য একটি বিচারিক কমিশন গঠনের আরজি জানিয়েছিলেন। তবে গত বুধবার সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন। ওই দিনই খুনের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপরাধের সময় তার বয়স কম ছিল ও তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সিন্ধু প্রদেশের কারা মহাপরিদর্শক নুসরাত মানগান এএফপিকে বলেন, সাধারণত পাকিস্তানে রোজার মাসে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। কর্তৃপক্ষ জানিয়েছে এই ধারা এ বছরও অব্যাহত থাকবে। মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহ আগে এ সংক্রান্ত পরোয়ানা আমাদের হাতে আসে। তাই তার মৃত্যুদণ্ড অন্তত এক মাস পরে কার্যকর হবে।
কিন্তু পাঞ্জাব প্রদেশের কারা মহাপরিদর্শক নাজির ফারুক বলেছেন, তাদের কাছে এখনো এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। তিনি এএফপিকে বলেন, ‘রমজান শুরুর আগেই যেকোনো ভাবে আমাদের প্রায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর কতে হবে।’
পাকিস্তানের মানবাধিকার কমিশন জানায়, গত ডিসেম্বরে একটি স্কুলে তালেবান হামলার ঘটনার পর থেকে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা একই সময়ে সৌদি আরবের চেয়ে বেশি।