রবি ও সোমবার সারাদেশে হরতাল
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৫৩,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
২০ দলের লাগাতার অবরোধের মধ্যে আগামীকাল ২৫ জানুয়ারি রোববার ভোর ছয়টা হতে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশে ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট।
বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ জোটের দশ হাজার নেতাকর্মী গ্রেপ্তোরের প্রতিবাদে ঢাকা মহানগরীসহ দেশব্যাপী এ হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসাচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত জোটের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে দেশব্যাপী শান্তিপূর্ণ স্বতঃস্ফুর্তভাবেভাবে সর্বাত্মক হরতাল পালনের জন্য বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।