রবিবার থেকে হরতালসহ আরও কঠোর কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১:৩৭:০২,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সরকার দাবি মেনে না নিলে আগামী রবিবার থেকে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে ২০ দলীয় জোট । আজ বৃহস্পতিবার ২০ দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ।
বিবৃতিতে তিনি বলেন, গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে । আর সরকার যদি গণদাবি মেনে না নিয়ে অনড় অবস্থানে থাকে তাহলে আবারও আগামী ১ মার্চ ২০১৫ রবিবার থেকে দেশব্যাপী হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন ।
এছাড়াও তিনি আরো বলেন, গণদাবিকে পাশ কাটিয়ে রাষ্ট্রক্ষমতা নিরঙ্কুশ রাখতে সকল স্বৈরাচারই ব্যর্থ হয়েছে এবং এটাই ইতিহাস, জনতার দুর্বার আন্দোলনে বর্তমান আওয়ামী লীগ সরকারের অবৈধ ক্ষমতার মসনদ ভেঙ্গে খান খান হয়ে যাবে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন । জনতার বিজয় অতি আসন্ন বলেও মন্তব্য করেন তিনি ।