রক্তে লেখা বিয়ের প্রস্তাব পেলেন আদিত্য রয় কাপুর!
প্রকাশিত হয়েছে : ৭:১৫:২৭,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক :: তারকাদের প্রতি দুর্বলতা অনেকেরই থাকে। অনেক ভক্ত আবার তাদের প্রিয় তারকাদের বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু তাই বলে রক্ত দিয়ে লেখা চিঠিতে বিয়ের প্রস্তাব খুব কম তারকাই পেয়েছেন। এদের মাঝে নতুন ভাবে সংযোজন হল আদিত্য রয় কাপুরের নাম।
আশিকি টু খ্যাত আদিত্য গত সপ্তাহে তার জন্মদিন পালনের জন্য কাশ্মির গিয়েছিলেন। বাসায় ফিরে উনি সত্যিকার অর্থেই সারপ্রাইজড হয়ে যান। তার বাসার দরজায় একটি বিয়ের প্রস্তাব দিয়ে চিঠি এসে আছে যা রক্ত দিয়ে লেখা।
জানা যায়, আলীগড়ের এক মেয়ে তার নিজের রক্ত দিয়ে লেখা চিঠিতে আদিত্যকে বিয়ের প্রস্তাব পাঠান। চিঠি পেয়ে আদিত্য দারুণ খুশি হন কিন্তু একই সাথে তিনি মেয়েটির জন্য চিন্তিত হয়ে পড়েন। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হয় তখনই যখন ভক্তরা তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রতি এভাবে ভালবাসা প্রকাশ করেন।
ভক্তদের ভালবাসায় আদিত্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভক্তরা যেন এতো বেশি আবেগপ্রবণ না হন ,সেই আশা ব্যক্ত করেছেন।