রংপুর বিভাগে গ্যাসের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০:১৫:২৩,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রংপুর বিভাগে গ্যাসসহ এ অঞ্চলে সার্বিক উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বুধবার দুপুরের পর নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রংপুরকে বিভাগ করা হলেও আগের মতোই অবহেলিত রয়েছে। এখানে উন্নয়নের কোনো অগ্রগতি নেই। বিভাগের ৮ জেলায় গ্যাস সংযোগ নেই।
বক্তারা বলেন, গ্যাস না থাকায় রংপুর বিভাগে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান পিছিয়ে পড়ছে। এমনকি গ্যাসের অভাবে নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। এতে উত্তরাঞ্চলের জেলাগুলো পিছিয়ে পড়ছে।
রংপুর বিভাগের নির্বাচিত সংসদ সদস্যরা বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর মো. তাইজুল ইসলাম, সংগঠনের অ্যাডভোকেট আজহার আলি, শরিফুল ইসলাম, এ রহমান, রহমান মিয়া প্রমুখ।