রংপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮:৫১:০৮,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: যুবলীগ নেতা ইমরান ও শাহিন হত্যা মামলার এজাহারভুক্ত তিন আমামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৬ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকা ও রংপুরে বিশেষ অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করে রংপুর সদর থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন, যুবলীগ নেতা ইমরান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহারুল ও শহিদুল এবং শাহিন ওরফে গেদরা শাহিন হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ছাত্রদল নেতা ম্যাক্স।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ শাহারুল ও শহিদুলকে ঢাকা এবং ম্যাক্সকে রংপুর শহর থেকে গ্রেফতার করা হয়েছে।
ম্যাক্সের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।