রংপুরে সড়কে দুধ ঢেলে হরতাল-অবরোধের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:৩১,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
২০ দলের ডাকা হরতাল-অবরোধের কারণে দুধের দাম নিম্নমুখী হওয়ায় নগরীর সাতমাথা এলাকায় রংপুর-কুড়িগ্রাম সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন রংপুরের খামারীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা দুগ্ধ খামার সমিতি কয়েক’শ খামারী এই প্রতিবাদে অংশ নেয়।পরে তারা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা দুগ্ধ খামার সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মেছের আলী, খামারী একরামুল হক, মজিবর রহমান, আসাদুল হক, আব্দুল মানিক প্রমুখ।
খামারীরা জানায়, অবরোধ-হরতালের কারণে প্রতি লিটার দুধের দাম ৫/৭ টাকা কমে গেছে। এতে করে প্রতি লিটার দুধ তাদের ৩১ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। ফলে তাদের প্রতিদিন অনেক টাকা ক্ষতি হচ্ছে। এভাবে চলতে থাকলে পথে বসা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।
সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবলু বলেন, গো-খাদ্যের দাম দ্বিগুণ বেড়ে গেছে। কিন্তু দুধের দাম কমে গেছে। বিশেষ করে বৃহৎ দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ব্রাক কম দামে দুধ ক্রয় করছে। এ সময় খামারীরা দুগ্ধ পরিবহনকে হরতাল অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানান। রংপুর অঞ্চলে ছোট বড় মিলে সহস্রাধিক দুগ্ধ খামার রয়েছে বলে জানা যায়।