রংপুরে যুবলীগের মানববন্ধন ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৯:২৪:০৩,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
অবরোধ আর হরতালের নামে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর যুবলীগ। শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, মোতাহার হোসেন মন্ডল, তৌহিদুর রহমান টুটুল, যুবলীগ নেতা রাশেদুন্নবী জুয়েল, এমএ বাশার, লক্ষিন চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে হরতার অবরোধেরে নামে গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা যানবাহনে প্রেট্রোল ঢেলে দিয়ে জীবন্ত মানুষ হত্যা করছে। তারা বলেন, বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীদের দেওয়া আগুনে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ২৯ জন নিরীহ মানুষ মারা গেছেন। তাদের হাত থেকে রেহাই পায়নি শিশুরাও। ২০ দলীয় জোটের একের পর এক এসব নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহবান জানান তারা।