রংপুরে পুলিশের লাঠিচার্জে ২০ শিক্ষার্থী আহত
প্রকাশিত হয়েছে : ১১:১৮:৪৭,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রংপুরে মেডিকেল টেকনোলজি ও ফামের্সি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (বিএমটিপিএসএ) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে একজনকে।
নগরীর কাচারী বাজারে সড়ক শিক্ষার্থীদের অবরোধ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নগরীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিএমটিপিএসএ’র শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরপর তারা সড়কে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পুলিশ শিক্ষার্থীদের উপর চড়াও হয়।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জ্বিলানী লাঠিচার্জ করার বিষয়টি অস্বীকার করে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মারমুখী ভূমিকা নেওয়ায় তাদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে বলে জানান।
অবিলম্বে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন করে চারবছর মেয়াদী ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স অন্তর্ভুক্ত করা, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ডব্লিউএইচও অনুমোদিত নীতিমালা অনুযায়ী নতুন নতুন পদ সৃষ্টি এবং স্থগিত নিয়োগের আইন জরুরি ভিত্তিতে নিষ্পত্তি, সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা ও বেতন স্কেল প্রদানসহ ১০ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে নগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা।