রংপুরে পুরে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২:৪২:২৬,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বড় মির্জাপুর গ্রামে চার হাজার ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ৠাব। ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়।
ৠাব-১৩’র এএসপি মো. রকিবুল হাসান ইবনে রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে) দুপুরে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বড় মির্জাপুর গ্রামে অভিযান চালায় ৠাব।
এ সময় র্যাব সদস্যরা ছদ্মবেশে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা কেনাবেচা করছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- খুলনার খানজাহান আলী থানার পূর্বপাড়া রেললাইন এলাকার বাসিন্দা মো. আক্তার হোসেনের ছেলে কামাল হাসান (৪৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বড়মির্জাপুর বালুয়া এলাকার বাসিন্দা মৃত সাজু মিয়ার ছেলে খালেক মাহমুদ সুজন (৩২)।
জব্দকৃত ইয়াবার মূল্য ১২ লাখ ১৯ হাজার পাঁচশ টাকা। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মামলা হয়েছে বলে জানান এএসপি মো. রকিবুল হাসান।