রংপুরে জুয়া খেলাকে নিয়ে সংঘর্ষ নিহত ১ আহত ১০
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:৩৩,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: জুয়াখেলাকে কেন্দ্র করে দু’এলাকাবাসীর মধ্যে সংঘঠিত সংঘর্ষে রাজু নামে এক যুবক নিহত হয়েছে। সে পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। নিহত রাজুর চাচা জোয়াদ আলী মন্ডলের অবস্থাও আশংকাজনক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়ার বাচ্চু নামে জনৈক এক ব্যাক্তির নেতৃত্বে গাইবান্ধার সাদুল্যাপুরের সীমানÍ এলাকা ধাপেরহাট ইউপির ভবানীপুর গ্রামের মাঠে মাসাধিক কাল হয় মেলা বসানো হলেও প্রচারনা চালানো হয় পীরগঞ্জ উপজেলার কালসারডারা বাজরের নামে। এতে কালসারডারা এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। ওই মেলায় মদ-নারী, যাত্রা, জুয়া-হাউজি, লটারী ও বউ জুয়ার জমজমাট কারবার চলায় অপরাধ প্রবনতা বেড়ে যায়। একাধিক মোটরসাইকেল পুরস্কার দিয়ে প্রতিদিনি হাউজী ও লটারী খেলা চলায় ধাপেরহাটের দিন সোমবার ও বৃহস্পতিবার লাখো মানুষের ভীড়ে জমজমাট হয়ে ওঠে মেলার প্রাঙ্গণ। মেলায় জুয়া হাউজীর টাকা যোগাতে অনেকেই অপরাধ প্রবনতার সাথে জড়িয়ে পড়ে। ফলে প্রায়ই রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে মেলা থেকে ফেরার পথে সোনাকান্দর গ্রামের জনৈক রোস্তমের একটি মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই হয়েছে। এছাড়াও মেলায় যাত্রার নামে অশ্লীল নাচ-গান, মদ-মাতালের ঢলা-ঢলি আর মাইকে উচ্চস্বরে হাউজীর কল দেয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থীদের বিশেষকরে এসএসসি ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের পড়া-লেখা মারাত্মকভাবে বিঘœ ঘটায় অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভে ফুসে ওঠে। এসব বিষয়ে এলাকাবাসী সাদুল্যাপুর থানা পুলিশের কাছে অভিযোগ করলেও কাজ হয়নি। ফলে কালসারডারা বাজারের একটি অর্ধশতাধিক সদস্য কালসারডারার সীমান্তে ভিন্ন একটি জুয়ার আসর বসায়। এ জুয়ার আসর গত রোববার রাতে ভবানীপুর মেলার জুয়াড়ীরা জোরপুর্বক ভেঙ্গে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সাদুল্যাপুরের ভবানীপুর মেলার জুয়াড়ীদের সাথে কালসারডারা এলাকার উত্তেজিত জনতার সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মেলার পক্ষের জোয়াদ আলী ও তার ভাতিজা রাজু মিয়াকে আশংকাজনক অবস্থায় প্রথমে পীরগঞ্জ ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোররাতে রাজু মারা যায়। পীরগঞ্জের রামনাথপুর ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, প্রায় ১ মাস ধরে ভবানী পুরে মেলার নামে যাত্রা, জুয়া হাউজীসহ নানা ধরনের অবৈধ কার্যকলাপ চলছে। ভবানীপুর সাদুল্যাপুরের শেষ সীমানা এবং আমার ইউনিয়নের কালসারডারা বাজার সংলগ্ন। মেলার প্রচার চালানো হয় কালসারডারা বাজারের নামে। মেলায় নানা ধরনের অসামাজিক কর্মকান্ড চলায় শিক্ষার্থীদের লেখা-পড়া বিঘœ ঘটছে। এলাকায় অপরাধ প্রবনতা বাড়ছে। ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। আমার ইউনিয়নে কোন জুয়া খেলা হয় না। ঘটনার দিন জুয়া খেলাকে কেন্দ্র করে মেলার জুয়াড়ীদের সাথে উপস্থিত উত্তেজিত জনতার সংঘর্ষ হয়। এতে ২ জন আহত হলে চিকিৎসাধীন অবস্থায় রাজু নামে একজন মারা গেছে বলে জেনেছি। তিনি এ ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন জানান, পীরগঞ্জ সীমানায় জুয়া ছিলনা, রোববার রাতে একটি গ্রুপ জুয়া খেলা শুরু করলে সাদুল্যাপুরের মেলা কমিটির বাঁধায় সংঘর্ষ হয়। এখনও অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি। সাদুল্ল্যাপুর থানার ওসি লতিফুল ইসলাম জিয়া সংর্ঘষের ঘটনা সাদুল্ল্যাপুর মেলার জুয়া নিয়ে অস্বীকার করেছেন।