রংপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষে আহত ২৫
প্রকাশিত হয়েছে : ১০:১৪:০৩,অপরাহ্ন ২৯ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে হরপল্লী বহুমুখী ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বেলা সোয়া ২টার দিকে ‘টুল’ প্রতীকে ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম এবং ‘টর্চলাইট’ প্রতীকে সদস্য প্রার্থী আসাদুজ্জামান জাবেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভোট কেন্দ্রর দায়িত্বে থাকা রংপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগলে দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় সেখানে বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি। বেলা সোয়া ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের উত্তেজিত সমর্থকরা মুখোমুখি অবস্থান করছিলো।