যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো খারাপ কাজ করতে পারে না- ইদ্রিস মিয়া
প্রকাশিত হয়েছে : ১১:০২:৪৫,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি পটিয়া উপজেলা সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে সে মানুষ কখনো খারাপ কাজে জড়িত হতে পারে না। সকল ধর্মের লোকের ধর্ম-কর্ম নিয়ে দৈনন্দিন কাজ করলে আল¬াহর সন্তুষ্টি লাভ করা যায় যেমন, তেমনি ঐ কাজে আল¬াহর সন্তুষ্টি আয়, রোজগার বৃদ্ধি পায়। সকল ধর্মের শান্তির বার্তা নিহীত। তিনি আরো বলেন পটিয়ার পাহাড়ে জমজমাট মাদক ব্যবসা চলছে। এ ক্ষেত্রে সিএনজির ড্রাইভাররা হয়রানির শিকার হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কমল মুন্সির হাট বাজার প্রাঙ্গনে চট্টগ্রাম দক্ষিণ জেলা উপ-পরিষদ অটোরিক্সা, অটোটেম্পো নব নির্বাচিত কমিটির পরিচিত-সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের স্থানীয় সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, চেয়ারম্যান খলিলুর রহমান বাবু, সংবর্ধিত অতিথি চট্টগ্রাম অটোরিক্সা, অটোটেম্পো, শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, উপজেলা বিএনপি নেতা নাছির উদ্দিন, জাগির মেম্বার, জাগির হোসেন মেম্বার, মোস্তাক আহমদ, উপজেলা যুবদল সম্পাদক আবদুল করিম মেম্বার, যুবদল নেতা নুর মোহাম্মদ, পটিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক, মোঃ সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক আবদুর রহিম, আবদুল করিম, শ্রমিক নেতা এস এম ছৈয়দ, নুরুল আবছার, নুরুল আলম, মোঃ লোকমান, কবির আহমদ, মোঃ ওমর ফারুক, মোঃ ইউসুফ, বাদশা, নিতাই রুদ্র, মোঃ সুমন, কুসুম, মোঃ ইউসুফ, শহীদ, রাশেদ প্রমুখ।