যেসব পণ্যের দাম বাড়ছে
প্রকাশিত হয়েছে : ১:০০:৪৬,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্য আমদানিতে শুল্ক আরোপ ও বর্তমান নির্ধারিত শুল্কের পরিমাণ এবং কর হার বৃদ্ধির করার কথা বলা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে এই ঘোষণা দিয়েছেন।
এর মধ্যে রয়েছে: জ্বালানি তেল, হাইব্রিড গাড়ি, মাইক্রোবাস, সিগারেট-বিড়ি, এলপিজি সিলিন্ডার, স্বর্ণ, সেলফোন সেট প্রভৃতি। ফলে বেড়ে যেতে পারে এসব পণ্যের দাম।
যেসব পণ্যের দাম বাড়ছে:
হিমায়িত চিংড়ি, কাঁটা ছাড়ানো ও শুঁটকি মাছ, মাখন-চর্বি-তেল, পেইন্ট বার্নিস, সিগারেট, পোল্ট্রি ফিড, মাংস, বীজ, দুধ, ব্যাঙ, ফুল মধু, রেশম।
একইভাবে হাঁস, মুরগি, চিংড়ি, মাছ, সিরামিকের বাথটাব, জিকুজি, শাওয়ার ট্রে, অনলাইনে পণ্য, সাজ-সজ্জা ও বিউটি ফ্যাশন প্রশিক্ষণ কার্যক্রম, স্বর্ণ-রৌপ্য, রাবার, এলইডি-এলসিডি টেলিভিশন, অপটিক্যাল ফাইবারে দাম বাড়ছে।
তবে কম্পিউটার পণ্যের বিদ্যমান ২ শতাংশ কর হার অপরিবর্তিত থাকবে।
এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সেমিস্টার ফিও বাড়তে পারে।