যেই মেয়েকে বিয়ে করলেন দেশসেরা গলফার সিদ্দিকুর
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:৩৪,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে অভিজাত খেলাটির নাম হয়তো সবারই জানা। যেটি এক কথায় রাজা-বাদশাদের খেলা নামেও পরিচিত। আর বাংলাদেশের সেই ফরমেটের দীর্ঘদিনের রাজা সিদ্দিকুর রহমান।
আন্তজার্তিক অঙ্গনে বাংলাদেশের গলফ খেলার সুখ্যাতি তিনি এনেছেন। আর এরই মাঝে ব্যস্ত থাকতে বিয়ের কথা একরকম ভুলেই গিয়েছিলেন তিনি। তবে এবার পেয়ে গেলেন এক ভাগ্যবতীকে।
তাই আর দেড়ি করলেন না। রাজকীয়ভাবেই সারলেন বিয়ের আয়োজন। হাজারো নারীদের চমক দেখিয়ে সিদ্দিকুরের জীবন সঙ্গী হিসেবে এসেছেন ভাগ্যবতী সামাউন আনজুম অরনী।
মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাবে জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ের কাজ সম্পন্ন হয় তাদের। দেশ সেরা গলফার সিদ্দিকুরের জীবন সঙ্গী আনজুম অরনীর বাড়ি কুষ্টিয়া জেলায়। আর ৩১ বছর বয়সী এই গলফারের বাড়ি মাদারিপুরে।
অরনী রাজধানীর অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই নব দম্পতি।