রাজধানীতে বাসচাপায় নারী নিহত
প্রকাশিত হয়েছে : ৯:০৫:৪২,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর উত্তরায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশুসহ অন্তত ১০ জন।
রবিবার সকাল সোয়া ১১টার দিকে উত্তরার আজমপুর ওভারব্রিজের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে গাজীপুর পরিবহনের একটি বাসকে টঙ্গী থেকে গুলিস্তানগামী ৩ নম্বর বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুর পরিবহনের বাসটি কয়েকজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী পথচারী নিহত ও ১০ জন আহত হয়।
নিহত নারী পথচারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছর। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিমানবন্দর জোনের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাস ফেলে পালিয়ে যায় বাস দুটির চালক।
এ ঘটনায় মামলা করা হবে- উল্লেখ করে তিনি জানান, বাস দুটি আটক করে উত্তরা পশ্চিম থানায় রাখা হয়েছে।