যুদ্ধাপরধী মোবারক হোসেনের খালাসের জন্য আপিল
প্রকাশিত হয়েছে : ৯:২২:০২,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেন ফাঁসির আদেশের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন।
বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন তার পক্ষের আইনজীবী তাজুল ইসলাম।
আপিলে মোট ৮৬২পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়। এর মধ্যে ৭৭টি গ্রাউন্ডে ৮২ পৃষ্ঠার খালাস চেয়ে একটি আবেদনপত্রও দাখিল করা হয় বলে জানা গেছে।
মোবারক হোসেনের পক্ষে অন রেকর্ড আইনজীবী হিসেবে আছেন আইনজীবী জয়নুল আবেদিন।
আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী তরিকুল ইসলাম।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মোবারক হোসেনকে গত ২৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ ফাঁসির আদেশ দেন। ওইদিন তার বিরুদ্ধে আনীত ৫টি অভিযোগের শুনানি শেষে ১টিতে যাবজ্জীবন ও ১টিতে ফাঁসির আদেশ দেয় ট্রাইবুনাল। বাকি ৩টার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া।