যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এরদোয়ান
প্রকাশিত হয়েছে : ৫:০৬:৪৭,অপরাহ্ন ২৯ মার্চ ২০২৪
আগামী ৯ মে দ্বিপাক্ষিক সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত
মো.আবদুল্লা আল আমীন
তুর্কি নিরাপত্তা কর্মকর্তার বরাতে শুক্রবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট।
তুরস্কের কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রেসিডেন্ট এরদোয়ানের পরিকল্পিত ওয়াশিংটন সফর এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুর্কি প্রেসিডেন্টের সফর নিয়ে এখনো বক্তব্য পাওয়া যায়নি।