যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্বেতাঙ্গের হামলায় আহত বিয়ানীবাজার প্রবাসীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:০৫:১২,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
প্রবাস ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক শ্বেতাঙ্গের হামলায় দু’সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার যুক্তরাষ্ট্র সময় আনুমানিক (সন্ধ্যা ৬টায়) মৃত্যুবরণ করেছেন আহত সাংবাদিক সুফিয়ান আহমদের চাচা মোহাম্মদ এ হোসাইন (৫৮)। (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুবরণের পূর্ব মুহুর্ত পর্যন্ত আশংকজনক অবস্থায় তাকে ফ্লোরিডার মিয়ামী বীচ এরিয়ার জ্যাকসন মেমোরিয়াল হসপিটালে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাখা হয়েছিল। শনিবার সন্ধ্যায় হসপিটালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণার পর মিয়ামী পুলিশ লাশ ময়নাতদন্তের নির্দেশ দেয়। ময়নাতদন্তের পর যুক্তরাষ্ট্রেই তাকে সমাহিত করা হয়েছে বলে পারিবারক সূত্রে জানা যায়। নিহত যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের কসবা গ্রামের মরহুম মাষ্টার মখলিছুর রহমানের ৪র্থ পুত্র। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে,স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।