যুক্তরাজ্য যুবদলের উদ্দোগে ইউরোপিয়ান কমিশনের সামনে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৫:০২:৫৫,অপরাহ্ন ১৯ মার্চ ২০১৫
এম এ কাইয়ুম,ব্রাসেলস থেকে ফিরে :: বাংলাদেশে অবিলম্ভে গণতন্ত্র পুনরুদ্বার, বিএনপি চেয়ারপসর্ন ,সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কাযর্ক্রমে বাধা প্রত্যাহার ,তাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত ,নিরপেক্ষ সরকারের অধীনে অভিলম্বে নিবার্চন, গুম বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ইলিয়াছ আলী, সদ্য গুম করা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালউদ্দিন সহ সকল গুম হওয়া নেতা কমীর্দের ফেরত , সকল প্রকার রাজনৈতিক হত্যা নিযার্তন বন্ধ, সকল মিডিয়া ও মালিকদের হয়রানি বন্ধের দাবী জানিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ইউরোপিয়ান কমিশনের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য যুবদল।
গত সোমবার ১৬ মার্চ এতে যোগ দেওয়ার জন্য ভোরে পুবর্ লন্ডনের আলতাফ আলী পার্ক থেকে যুবদলের নেতাকমীর্রী কয়েকটি বাস ও প্রাইভেট কার যোগে ব্রাসেলস যান।
এ সময় যুবদল নেতাকমীর্রী শেখ হাসিনার সরকারকে অবৈধ উল্লেখ্ করে বিভিন্ন শ্লোগান দেন অগণতান্ত্রিক কমর্কান্ডের ব্যানার ফেস্টুন প্রদশর্ন করেন।এতে যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন শাখার শত শত নেতাকমীর্রী অংশগ্রহণ করে শ্লোগান দেয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের আহবায়ক সাবেক ছাত্রদল নেতা দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ।যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সদস্য রহিম উদ্দিন ও
সোহালেহীন করিম চৌধুরীর
যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্থা চৌধুরী কুদ্দছ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী. সহ-সভাপতি হাজী তৈমুছ আলী, যগ্ম সম্পাদক হেলাল নাসিমজ্জান,প্রচার সম্পাদক এম এ কাইয়ুম, বিএনপি নেতা আহমদ চৌধুরী মনি,মিজার্ নিকসন,যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ,সাব্বির আহমদ ময়না, আব্দুল হক রাজ, সোহালেহীন করিম চৌধুরী,ওবায়দুল হক চৌধুরী এমাদ,সৈয়দ লায়েক মোস্তফা, সুরমান খান, এনায়েত হোসেন চৌধুরী,আছাব আলী,শিব্বির আহমদ সুমন,জাহাঙ্গীর আলম,বেলজিয়াম বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু, জসিম উদ্দিন ।লন্ডন মহানগর যুবদলের আবুল খয়ের,কলিম উদ্দিন ,মামুন আহমদ, জামাল খালেদ,মামুন মিয়া,অজু মিয়া,
আব্দুল মালিক,সিটি যুবদলের মুজাহিদ আলী সুমন,লুটন যুবদলের সৈয়দ মুরাদ,শহীদুল করিম চৌধুরী,সাদিকুর রহমান,মামুনআহমদ,রকিব আলী, মানচেস্টার যুবদলের এডভোকেট চান মিয়া,সাজিদ মিয়া, হাবিব হোসেন, বুরহান উদ্দিন,জমিরুল হক,গাজী মামুন আহমদ,মোজাহিদ ইসলাম মিঠু,মহসিন চৌধুরী,ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের মুদাচ্ছির খান,চুনু মিয়া,সফিক আলী,মাসুক মিয়া,এমরান আহমদ,বামিংহাম যুবদলের সমির আলী,আলাউর মিয়া,কবির মিয়া,মুজির মিয়া,ওলিউর রহমান,মতিন মিয়া,সুহেল আহমদ,ওল্ডহাম যুবদলের গিয়াস মিয়া,হুমায়ূন কবির, শাহীন
আহমদ,রুমেল
আহমদ,কাডির্ফ যুবদলের জুবের আহমদ চৌধুরী,সৈয়দ রিপন আহমদ,সামছুল আলম,মোবারক খান,খলিল আহমদ,ইকবাল হোসেন,সাইফুল ইসলাম,বেলাল মিয়া, সোয়ানসী যুবদলের লোকমান আহমদ প্রমুখ৷ ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশকে একটি হত্যা গুমের রাজে্য পরিণত করেছে। দেশের সবচেয়ে বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দলকে ধ্বংস করতে হাসিনা মরিয়া।এ জন্য দীর্ঘদিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, সিনিয়র নেতাদের গুম হত্যা চালিয়ে যাচ্ছে।বক্তারা অবিলম্বে সকল হত্যা গুম নিযার্তন বন্ধ ,করে নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চনের দাবী জানান। অন্যথায় যুক্তরাজ্য যুবদল সমগ্র ইউরোপে কঠোর আন্দোলন করে এ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।সভায় বালাদেশের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার উপর দমন পীড়ন বন্ধ করার ও জোড় দাবী জানান।