জঙ্গিবাদী প্রচারণা: যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৫:৫০:৫৬,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে ফেসবুকে জঙ্গিবাদী প্রচারণার অভিযোগে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম রুনা খান (৩৫)। ছয় সন্তানের এই জননীর জন্ম বাংলাদেশের সিলেটে।
যুক্তরাজ্যের কিংস্টন ক্রাউন কোর্টের বিচারক পিটার ব্রিটস বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুনা নিজের ফেসবুকে সুইডসাইড ভেস্টের একটি ছবি পোস্ট করেন এবং বন্ধুদের জিহাদে অংশ নিতে উৎসাহ দেন।
বিষয়টি নজরে এলে এক পুলিশ কর্মকর্তা ছদ্ম পরিচয়ে ফেসবুকে রুনার বন্ধু হন এবং জিহাদে যোগ দেওয়ার জন্য সিরিয়ায় যাওয়ার আগ্রহ দেখান। ফেসবুকের কথপোকথনে ওই পুলিশ কর্মকর্তাকে সিরিয়া যাওয়ার গোপন পথ বাতলে দেন রুনা। তিনি নিজেও পরে সিরিয়ায় যাওয়ার আগ্রহের কথা জানান।
তিনি যার কাছ থেকে সিরিয়া যাওয়ার ওই পথের সন্ধান পেয়েছিলেন, সেই মোহাম্মদ নাহিদ আহমদকেও গত সপ্তাহে কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। মামলা চলাকালে পুলিশের পক্ষ থেকে আদালতে দুটি ছবি দেখানো হয়, যাতে রুনার সন্তানদের আগ্নেয়াস্ত্র ও তলোয়ার হাতে দেখা যায়।