‘যিনি ইসলাম মানেন তিনিই হেফাজত ইসলাম’
প্রকাশিত হয়েছে : ৯:১১:৫৯,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত- ইসলামের এ পাঁচটি স্তম্ভ যিনি মানেন এবং হেফাজত করেন তিনিই হেফাজতে ইসলাম। এর একটির ব্যত্যয় হলে তিনি নামধারী মুসলমান। বরিশালে বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে গত রবিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলামের বিভাগীয় আমির হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব সভাপতিত্ব করেন। আগামী বছর ১৩ ও ১৪ ডিসেম্বর ফের মহাসম্মেলনের ঘোষণা দেওয়া হয়। আহমদ শফী বলেন, দেশে চলছে মিথ্যা, চুরি, ডাকাতি, খুন, গুম, সন্ত্রাসী, গিবত, জেনা। এসব বন্ধ করতে আমাদের থানা-পুলিশ লাগবে না। ইসলামের পাঁচটি স্তম্ভ প্রতিষ্ঠিত করতে পারলে এগুলো বন্ধ হয়ে যাবে। এ সময় আল্লামা শফি ইসলাম সমুন্নত রাখতে উপস্থিত মুসল্লিদের খারাপ কাজ না করার অঙ্গীকার করান।
বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেন, কাউকে ক্ষমতায় বসাতে কিংবা ক্ষমতা থেকে নামাতে হেফাজতে ইসলাম নয়। হেফাজতে ইসলাম হলো ‘ইসলাম’ রক্ষার আন্দোলন। তিনি বলেন, এ দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের লোক থাকতে পারবে, কিন্তু নাস্তিকদের স্থান হবে না।