যশোরে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ আটক ৪৪
প্রকাশিত হয়েছে : ১১:৩২:১৮,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ ৪৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতব্যাপী জেলার ৮ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে বিএনপির পাঁচ জন ও জামায়াতের দুই নেতাকর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি। আটকদের আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে যশোর আদালতে পাঠানো হবে।