যশোরে ফেনসিডিলসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৮:৩০:৪৮,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: যশোরে ১০০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম বিল্লাল শরীফ (১৯)। সে নড়াইল জেলার লোহাগড়ার মাগ্রামের ইমরুল শরীফের ছেলে এবং যশোর শহরের শংকরপুর মেম্বারবাড়ির ভাড়াটিয়া। সোমবার রাতে জেলা শহরের শঙ্করপুর এলাকা
থেকে তাকে আটক করা হয়। জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ শরীফকে আটক করে পুলিশ। মঙ্গলবার মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।