যশোরে গণপিটুনিতে ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ৭:০৪:৩৭,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: যশোরের মনিরামপুরে গণপিটুনিতে তৌহিদ নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। সোমবার ভোরে উপজেলার নেহালপুর সড়কে এই ঘটনা ঘটে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবির উদ্দিন জানান, ভোরে তৌহিদ দলবল নিয়ে নেহালপুর সড়কে ডাকাতি করার সময় আশপাশের গ্রামের লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় অন্য সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত তৌহিদকে আটক করে গণপিটুনি দেয় জনতা। এ সময় টনাস্থলেই তার মৃত্যু হয়। তৌহিদ মনিরামপুরের মাছনা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মনিরামপুরের রাজু ও হাফিজ হত্যাসহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামি তৌহিদ দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।