যশোরের শার্শায় ৪ মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৬:১৩:২৬,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক :: শার্শায় মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড দিয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলমের নেতৃত্বে বেনাপোলের সাদীপুর ও ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে আটক করেছে।
আটককৃতরা হলো- বেনাপোলের সাদীপুর গ্রামের মৃত নজেল মণ্ডলের ছেলে আসাদুর রহমান (৬৫), খোদা বক্স মণ্ডলের ছেলে আবজেল হোসেন (৫৬), মতলেব আলী বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৮) ও ধান্যখোলা গ্রামের আতশ আলীর ছেলে আনসার আলী (৪০)। তাদের কাছ থেকে ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোবাইল কোর্ট তাদের সন্ধ্যায় ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।