যবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ট্রাকে আগুন
প্রকাশিত হয়েছে : ৮:০৭:৩৬,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
যশোরে সড়ক দুর্ঘটনায় যবিপ্রবির এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ এবং একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে যবিপ্রবি শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুর সোয়া ১২টায় যবিপ্রবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই সড়ক অবরোধ করে ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
এর আগে সকালে যশোর-চৌগাছা সড়কের পুলতাডাঙায় ট্রাকের চাপায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্র নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় ওই ট্রাকের চাপায় করিমনে থাকা যবিপ্রবির ওই ছাত্রসহ ৩ যাত্রী নিহত ও ১০ যাত্রী আহত হয়। নিহতদের মধ্যে যবিপ্রবির এক শিক্ষার্থী ছিল।
এদিকে, যবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যশোর-চৌগাছা আঞ্চলিক সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ মোসাদ্দেক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।