যথাযোগ্য মর্যাদায় মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:০০,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
যথাযোগ্য মর্যাদায় ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের ৮১তম ফাঁসি দিবস পালন করে চট্টগ্রামের রাউজানবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ গেট সংলগ্ন মাস্টারদা সূর্যসেন চত্বরে স্থাপিত সূর্যসেনের আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পক করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনসহ রাউজানের সর্বস্থরের জনসাধারণ। সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে গভীরভাবে স্মরণ করেন এ বিপ্লবীকে।
ব্রিটিশ সাম্রাজ্যবাদ তথা পরাধীনতার গ্লানি ছিন্ন করে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনার এক অদম্য বিপ্লবী চেতনায় বলীয়ান চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক রাউজানের কৃতি সন্তান বিপ্লবী মাষ্টারদা সূর্যসেনের মহিমান্বিত জীবন আগামী প্রজম্মের কাছে চির অমলিন রাখার প্রত্যয়ে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ গেট সংলগ্ন জায়গায় মাস্টারদা সূর্যসেনের আবক্ষ ভাস্কর্য স্থাপন, সূর্যসেন গেট, সূর্যসেন স্মৃতি পাঠাগার ও সূর্যসেন চত্বর নামকরণ করেছেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী।
এছাড়াও রাউজানে মাষ্টারদা সূর্যসেনের নামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন তিনি। এ যেন এক বীরের প্রতি আরেক দেশপ্রেমিক নেতার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন। মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবস উপলক্ষে সূর্যসেন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা কামাল উদ্দীন, আনোয়ারুল ইসলাম, শ্যামল কুমার পালিত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ দাশ, জানে আলম জনি, জসীম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর শামীমুল ইসলাম, আবুল মনসুর, নঈম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্রিটিশরা মাস্টারদা সূর্যসেনকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে ফাঁসি দিলেও মাস্টারদার বিপ্লবী চেতনাকে হত্যা করতে পারেনি। মাস্টারদা সূর্যসেন চিরকাল ব্রিটিশ সাম্রাজ্যের ভীত কাপাঁনো একজন দেশপ্রেমিক ও বীর বিপ্লবী বাঙালি হিসেবে মানুষের মনে অমর হয়ে থাকবেন।