মৌসুমের প্রথম শিরোপা জিতলেন সানিয়া মির্জা
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:৩২,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: নতুন মৌসুমটা দারুণভাবেই শুরু করলেন সানিয়া মির্জা। শুক্রবার মৌসুমের প্রথম শিরোপা জিতলেন ভারতীয় এই টেনিস সেনসেশন। সিডনি ইন্টারন্যাশনালে দ্বৈতে আমেরিকার বেথানি মাতেককে নিয়ে শিরোপা জেতেন তিনি। কোপস জোনস-অ্যাবিগাইল স্পেয়ার্স জুটিকে ৬-৩, ৬-৩ ব্যবধানে সরাসরি সেটে উড়িয়ে দেন ইন্দো-মার্কিন জুটি।
সানিয়া-বেথানি জুটি ম্যাচ জিততে সময় নেয় মাত্র ৬৯ মিনিট। তাদের প্রতিপক্ষ আমেরিকান জুটি শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্টে অংশ নেন। তাদের হতাশ করেই বাছাই তালিকার বাইরে থাকা ইন্দো-মার্কিন জুটি শিরোপা জিতে নেয়। সিডনিতে এই জুটি তাদের পঞ্চম শিরোপা জিতল।
আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আত্নবিশ্বাস নিয়েই কোর্টে নামতে পারবেন তারা।