মৌলভীবাজারে ৩টি গাড়ি ভাঙচুর : আহত ৩
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৩৬,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারে হরতালের সমর্থণে একটি প্রাইভেটকার ও সিএনজি চালিত দুটি অটোরিকশা ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন হাসপাতাল রোড ও এম সাইফুর রহমান রোডে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরের শাহ মোস্তফা রোড থেকে একটি মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান রোডে এসে শেষ হয়। এ সময় পুরাতন হাসপাতাল রোডে (ঢাকা মেট্র ১১-৩৩২৫) একটি প্রাইভেটকার ও এম সাইফুর রহমান রোডে নম্বরবিহীন দু’টি অটোরিকশা ভাঙচুর করেন তারা। এ সময় অটোরিকশার এক চালকসহ ৩ জন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালেক জানান, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।