মৌলভীবাজারে হরতালের সমর্থনে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৮:১৭:১৪,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
মৌলভীবাজার প্রতিনিধি : আমীরে জামায়াত সাবেক সফল শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ অন্যায় ভাবে মৃত্যুদন্ড দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা টানা ২দিনের হরতালের সমর্থনে মৌলভীবাজার পৌর জামায়াত ১ নভেম্বর শনিবার বাদ আসর কুসুমবাগ পয়েন্ট থেকে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মৌলভীবাজার সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী এম শাহেদ আলী। সমাবেশে আরো উপস্থিত ছিলেন পৌর আমীর ইয়ামীর আলী, ছাত্রশিবির শহর সভাপতি ফখরুল ইসলাম, শহর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, জামায়াত পৌর সেক্রেটারী আহমদ ফারুক, সদর থানা সেক্রেটারী সৈয়দ তারেক আহমদ প্রমুখ।