মৌলভীবাজারে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২:৪৫:৩৭,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের সজাদ মিয়া (৪৪) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দাসের আইল এলাকায় এ ঘটনাটি ঘটে। সজাদ মিয়া গিয়াসনগর ইউনিয়নের দাসের আইল গ্রামের সোবান মিয়ার ছেলে। গিয়াসনগর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সিরাজ মিয়া জানান, ভোরে বাড়ীর পাশের আম গাছে সজাদ মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে খবর দেয়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।