মৌলভীবাজারে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১১:১২:১৯,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৪
মৌলভীবাজার সংবাদাতা: মৌলভীবাজার সদর উপজেলার হাসানপুর গ্রামে এক হুসাইন মিয়া (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাল ৭টায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হুসাইন মিয়া সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামের সামছু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহষ্পতিার রাতে সবার অজান্তে সে তার নিজ কক্ষে কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এবং লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।