মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:১৮,অপরাহ্ন ২০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজার সদর উপজেলায় জিলা মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চাদনীঘাট ইউনিয়নের গুজাড়াই গ্রামে এ ঘটনা ঘটে। জিলা মিয়া ওই গ্রামের নানু মিয়ার ছেলে। এদিকে, এ ঘটনার পর অভিযান চালিয়ে হত্যাকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, জিলা মিয়ার সঙ্গে একই গ্রামের সাইমুন মিয়ার বিরোধ চলে আসছিল।
শুক্রবার ভোরে গ্রামের মছব্বির মিয়ার চায়ের দোকানের সামনে সাইমুন মিয়া লোকজন নিয়ে জিলা মিয়ার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জিলা মিয়াকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা জিলা মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মহসিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হত্যাকারী সাইমুনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মডেল থানার একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।