মৌলভীবাজারে মুক্তিযোদ্ধাদের মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৮:৫১:১২,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৪
মৌলভীবাজার প্রতিনিধি:যুদ্ধাপরাধীদের স্বচ্ছ বিচারে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবীতে মৌলভীবাজারে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের শহিদ মিনার প্রঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহিদ মিনারে সামনে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, থানা কামান্ডার শেখ আনছার আলী, জাসদ সভাপতি আব্দুল হক,ডেপোটি কমান্ডার মো: সামছু উদ্দিন শানু, জয়নাল আবেদিন, উওম দাস,রমা কান্ত দাস প্রমুখ। বক্তারা বলেন, অভিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করার দবী জানান।